তেঁতুলিয়াতে মৃদু শৈত্যপ্রবাহ
ডিসেম্বর মাসজুড়েই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থানের পরে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হতে তাপমাত্রা এক অংকের ঘরে এসে দাঁড়িয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়াতে তাপমাত্রা নেমে এসেছে ৮ হতে ৯ ডিগ্রির ঘরে।বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৯ শতাংশ। এতে করে এলাকাতে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। রাস্তাঘাট, বাড়ির সামনে অথবা চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে বহু মানুষ শীত নিবারণের চেষ্টা করছেন। খড়কুটো জালিয়ে আগুনে দগ্ধ হয়ে অন্তত ২১ জন মানুষ আহত হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহের পাঁচ দিন যাবত সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করার পরে এক সপ্তাহ জুড়ে সেটি ৮ হতে ৯ ডিগ্রিতে নেমেছে। পুরো এলাকাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সামনে তাপমাত্রা আরো কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্বাধীনতার বার্তা / মেবি
