সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি রাখা নারী ও শিশুসহ মোট ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার ও ৪ জন মানবপাচারকারীকে আটক করে বিজিবি। রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, গতকাল সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির এক বিশেষ অভিযান দল সাবরাং পানছড়ি এলাকাতে মৃত আফাজ উদ্দিনের পুত্র আব্দুল মোতালেব প্রকাশ কালা বদ্দার বসতঘরে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের নিকট হতে নারী ও শিশুসহ মোট ৮ জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অভিযানে মোট ৪ জন পাচারকারীকে আটক করা হয়েছে। এই অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেই চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছে। ভুক্তভোগীদের অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবনসংহারি সমুদ্রযাত্রা হতে তাৎক্ষণিকভাবে রক্ষা করা হয়েছে। লে. কর্নেল আশিকুর রহমান আরও জানিয়েছেন, উদ্ধার ৮ জন ভুক্তভোগীই নানা রোহিঙ্গা ক্যাম্পের কার্ডধারী সদস্য।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর