আজ তাজরীন ট্রাজেডির ১৩ বছর হলো
সাভারের আশুলিয়াতে তাজরীন ফ্যাশনস'এ ভয়াবহ অগ্নিকাণ্ডের আজ ১৩ বছর। নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করেছে নানা শ্রমিক সংগঠন।
আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে তাজরীন ফ্যাশনসের সামনে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল। এতে করে অংশ নেন নিহতদের পরিবারের সদস্য, আহত শ্রমিকসহ নানা সংগঠনের সদস্যরা।
শ্রমিকদের পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণসহ মালিকের শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। তারা অভিযোগ করেছেন, সরকারের অসহযোগিতার জন্য দোষীদের বিচার নিশ্চিত করা এখনো সম্ভব হচ্ছে না। যথাযথ ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি না হওয়া অবধি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানার নিচতলার গুদাম ঘর হতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই সেটি ছড়িয়ে পরে ৯ তলা সম্পূর্ণ ভবনে। জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেননি তারা সকলেই মারা যান আগুনে পুড়ে। নিচের ফটকটি ছিল সম্পূর্ণ তালাবদ্ধ। সরকারি হিসাবে এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে ১১৪ জন।
স্বাধীনতার বার্তা / মেবি
