সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকার নিকট হতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চাওয়া হয়নি বলে দাবি করেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) শামসুল ইসলাম।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর বেলা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন।

শামসুল ইসলাম বলেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য সকল রকমের সহযোগিতা করছে সরকার। যতটুকু নিরাপত্তা ঝুঁকি আছে, তার চাইতে অধিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির এই বিষয়টি রাজনীতির মাঠে আলোচনাতে রয়েছে বেশ কিছুদিন যাবত। এর মধ্যে মায়ের সংকটকালেও দেশে ফিরতে না পারার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে তার নিরাপত্তার বিষয়ে গুঞ্জন ডানা মেলে পুনরায়।

সাম্প্রতিক তার ফেরার সময় প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বেশ কিছু গণমাধ্যমে তারেক রহমানের নিরাপত্তার জন্য এসএসএফ চাওয়ার বিষয়টি আলোচনাতে আসে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর