পঞ্চগড়ে তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নামল
উত্তর হিমালয় অঞ্চল হতে বয়ে আসা হিমেল বাতাস ও হালকা কুয়াশাতে দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়াতে শীতের আবহ লাগতে শুরু করছে। দিন পেরিয়ে সন্ধ্যা নামলেই ধীরে ধীরে ঠান্ডা বাড়ে ও সকাল পর্যন্ত এ শীতের অনুভূতি স্পষ্ট থাকে। গত কয়েক দিনের মাঝেই জেলাতে তাপমাত্রা ৩ হতে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে বলে জানায় আবহাওয়া অফিস।
রবিবার (৯ নভেম্বর) সকাল ৬টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছে, তেঁতুলিয়াতে গত কয়েকদিন যাবত আবহাওয়াতে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা রাতে আর ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হয়।
তিনি আরও বলেছেন, ‘রবিবার সকাল ৬টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এখন হতে প্রতিদিন তেঁতুলিয়াতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।’
এইদিকে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়াতে বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া বহু মানুষ। বিশেষ করে, পাথর শ্রমিক, দিনমজুর, রিকশাচালক ও ভোরের দিকে বাইরে কাজ করা সকল শ্রমজীবী মানুষদের কষ্ট বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, ভোরের দিকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে এখনই শীতের আমেজ বইছে।
এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ হতেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। যার ফলে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
স্বাধীনতার বার্তা / মেবি
