টাঙ্গাইলে ট্রাক ও কাভার্ড ভ্যান সংঘর্ষ
টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে করে দুইজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার কান্দিলা এলাকাতে এ দুর্ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন, ট্রাক চালক শেরপুরের শ্রীবরদী থানার সোহেল ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার আমিনুর।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেছেন, রাতের বেলা কান্দিলা এলাকাতে জামালপুর হতে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাককে পিছন দিক হতে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে করে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এরপরে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
