টাঙ্গাইলে র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বুটিয়া এলাকাতে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে র্যাব-১৪। এই সময় ঘটনাস্থল হতে নজরুল ইসলাম নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর বেলা র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান।
তিনি বলেছেন, এক গোপন সংবাদের ভিত্তিতে বুটিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়েছে। এই সময়, সেখান হতে ১২৭ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। যেটির বাজার মূল্য অন্তত সাড়ে ৩৭ লাখ টাকা। নজরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ।
তিনি আরো বলেছেন, মাদকদ্রব্য নির্মূলে এই রকমের অভিযান অব্যাহত থাকবে।
স্বাধীনতার বার্তা / মেবি
