সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা প্রয়োজন বললেন সিইসি
ভোটাররা যেন তাদের ভোটাধিকার সঠিক ভাবে প্রয়োগ করতে পারে, সে বিষয় নিশ্চিত করা ইসির দায়িত্ব। ভোট দিতে আসার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল বেলা রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠান উদ্বোধনের পরে এইসব কথা বলেছেন সিইসি। তিনি বলেছেন, ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব না। এই ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।
তিনি আরো বলেছেন, প্রথমবারের মতো একইদিনে গণভোট, পোস্টাল ব্যালট ভোটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এইবারের নির্বাচন হচ্ছে একটি ঐতিহাসিক নির্বাচন। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সিইসি।
ওসমান হাদির এই ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি বলেও জানিয়েছেন সিইসি। বলেছেন, নির্বাচন আসলে এই রকমের ঘটনা পূর্বেও ঘটেছে। নির্বাচন ৫ আগস্টের পরে বহু উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো রকম অবনতি হয়নি।
তিনি আরো বলেছেন, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
