পরিবর্তন করা হলো প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠকের সময়
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে আজ (২২ অক্টোবর) বুধবার বিকাল ৫টার পরিবর্তে সন্ধ্যা ৬টার দিকে সাক্ষাৎ করবে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমিরর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন এই বৈঠকের উদ্দেশ্যে।
বুধবার সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্যটি নিশ্চিত করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
