সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে, দেশের অন্যতম বৃহৎ কারেন্ট জালের সাম্রাজ্যে।

গত শুক্রবার রাত ১১টা থেকে শুরু করে শনিবার সকাল ৮টা পর্যন্ত, একটানা নয় ঘণ্টার এই অভিযানটি চালিয়েছে, এতে ছয়টি কারখানা এবং ছয়টি গুদাম ঘিরে ফেলে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

অভিযানে মোট ১৭ কোটি ৯০ লাখ মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৬২৬ কোটি ৫৯ লাখ টাকা। পরবর্তীতে এই জালগুলো মিরকাদিম নৌবন্দর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে, কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে। মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। নিষিদ্ধ জাল তৈরি ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাছের প্রজনন মৌসুমে নদী রক্ষায় সরকার দৃঢ় অবস্থান নিয়েছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর