সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় হতে বৈঠক শেষে তিন বাহিনীর প্রধানরা বের হয়ে যান।

এর পূর্বে, বেলা ১২টার একটু পূর্বে   সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান ইসি সচিবালয়ে পৌঁছান। এই সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানিয়েছেন। 

জানা যায়, প্রথমে তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপরে দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু করা হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভাতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও নির্বাচনি পরিবেশ বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা করা হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর