সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে এক তরুণীকে ধর্ষণ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে মাইক্রোবাসের মধ্যে ধর্ষণের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।রবিবার (৯ নভেম্বর) এই বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।
ওসি জানিয়েছে, গত শুক্রবার দুপুরে জালকুড়ি দশপাইপ এলাকাতে মাইক্রোবাসের ভেতরে এই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ্য করা হয়।
তদন্তের জন্য অভিযুক্তদের নাম প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।
এজাহারের উদ্ধৃতি দিয়ে ওসি শাহীনূর আলম বলেছেন, এই মামলার দুই নম্বর অভিযুক্ত সরাসরি ধর্ষণের সাথে জড়িত ও বাকি আসামিরা এই ঘটনাটিতে সহায়তা করেছে। সকল অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ চলমান রেখেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
