সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নভেম্বর মাসের শুরুতেই দেশে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। উত্তরাঞ্চলের নানা জেলাতে সকাল-সন্ধ্যাতে হালকা শীত অনুভূত হলেও রাজধানী ঢাকাতে এখনও তেমন ঠাণ্ডা পড়েনি। কিন্ত দুই দিন পূর্বের বৃষ্টির পরে হতে আবহাওয়া কিছুটা শীতল হয়ে উঠেছে।আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুসারে, চলতি নভেম্বর মাসে দেশে ৪ হতে ৭টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) হতে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মাঝে দেশের উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে প্রায় ২ হতে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) আকারে দেখা দিতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

তিন মাসব্যাপী (নভেম্বর-জানুয়ারি) মৌসুমি পূর্বাভাসে বলা হয়, নভেম্বর হতে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। যদিও সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনাতে বেশ কিছুটা বেশি থাকতে পারে।

এই সময় উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকাতে শেষরাত হতে সকাল অব্দি মাঝারি হতে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও হালকা হতে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

ঘন কুয়াশার জন্য দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ধীরে ধীরে কমে আসবে, যার ফলে শীতের অনুভূতি আরও বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ্য করা হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর