সেন্টমার্টিনগামী একটি জাহাজে আগুন
কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনাতে এখন অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, সকাল বেলা কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে এই আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই সম্পূর্ণ জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এইদিকে, আগুন লাগার কোনো কারণ এখনো অবধি জানা যায়নি। জেলা প্রশাসন জানায়, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দেয়। জাহাজটিতে থাকা সকল চালকদের সরিয়ে নেওয়া হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
