সাতক্ষীরাতে অস্ত্র-মাদকসহ আটক ৩
সাতক্ষীরাতে অভিযুক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনী। এই সময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এক প্রেস বিফিংয়ে এই তথ্য জানিয়েছে সেনা ক্যাম্প।
আটককৃতরা হলেন, ইয়াছিন আরাফাত (২৫), রাকিব হোসেন (২০), মুরাদ হোসেন (২০)। তারা শহরের পলাশপোল ও কামালনগর এলাকার বাসিন্দা বলে জানা যায়।
সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর বেলা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এই সময় মাদক বিক্রির ৪ লাখ ১৫ হাজার টাকা, ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যে দেশীয় অস্ত্র, লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয় একটি মোটরসাইকেলও।
সেনা ক্যাম্প জানায়, ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে মাদক চোরাচালান ও চাঁদাবাজির অনেক অভিযোগ আছে। পরবর্তী আইনি পদক্ষেপের উদ্দেশ্যে আটক ব্যক্তিদের সাতক্ষীরা থানাতে হস্তান্তর করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
