সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

১৭ বছরের অধিক সময় ধরে বিদেশে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, নিরাপত্তাতে কোনো ফাঁকফোকর না রেখে পুরো এলাকাজুড়ে বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সন্ধ্যা ৬টা হতে পরবর্তী ২৪ ঘণ্টা বিমানবন্দরের ভিতরে বৈধ টিকিটধারী যাত্রী ব্যতীত আর কেউ যেন প্রবেশ করতে না পারে সেই জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তখন সহযাত্রী কিংবা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

বেবিচক আরো বলেছে, যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা ঠিক রাখার জন্য এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নানা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন বলে জানান তিনি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর