সাবেক বিজিবি কর্মকর্তার শুনানির তারিখ নির্ধারণ হবে আজ
জুলাই–আগস্টে রামপুরাতে ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলার ঘটনায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক মেজর মো. রাফাত বিন আলমসহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তারিখ নির্ধারণ করা হবে আজ। আজ গ্রেফতার দুই আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হবে বলে জানা যায়।
একই দিনে মামলার পলাতক দুই জন আসামির জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেয়ার সিদ্ধান্তও আসতে পারে বলে ধারণা করা হয়।
এইদিকে, ট্রাইব্যুনাল-২ এর জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরিফুল ইসলামসহ মোট ৩০ জনের বিরুদ্ধে ১৭ তম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ।
স্বাধীনতার বার্তা / মেবি
