সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পে আলাদা দুটি ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার ও বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বরইতলি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে মো. শোহিল (৮) নামে একটি রোহিঙ্গা শিশু। সে ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আলমের পুত্র ছিল।

স্থানীয় রোহিঙ্গা ভলেন্টিয়ারদের সাহায্য সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে খাল হতে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন রোহিঙ্গা ক্যাম্প-০৯-এর ব্লক-বি এলাকাতে অভিযান চালিয়ে ৮ এপিবিএন (সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গার নাম হলো মো. আয়াস। সে ১১ নম্বর ক্যাম্পে বসবাসরত ফারুখ আহমদের পুত্র। তার কাছ হতে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন এপিবিএন পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটেছে। একটিতে খালে ডুবে এক শিশুর মৃত্যু হয়, অপরটিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর