সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল এক নারীর
গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনাতে অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকাতে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী ‘সাদুরা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু
হয়েছে।
কিন্তু দুর্ঘটনার পরে বাসটি অতিদ্রুত এলাকা ত্যাগ করে। খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের কাজ ইতোমধ্যেই শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই দুর্ঘটনাতে জড়িত পলাতক বাসটিকেও শনাক্তের চেষ্টা চলমান আছে।
এই বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান বলেছেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানাতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলমান আছে।
স্বাধীনতার বার্তা / মেবি
