অক্টোবর মাসে সড়কে মৃত্যু বেড়েছে প্রায় ৫.৭৫ শতাংশ
অক্টোবর মাসে দেশে মোট ৪৮৬টি সড়ক দুর্ঘটনাতে নিহত হয়েছেন ৪৪১ জন ও আহত হয়েছেন এক হাজার ১২৮ জন। নিহতের মাঝে নারী ৫৭ জন ও ৬৩ জন শিশুও আছে। এর পূর্বের মাস সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনাতে প্রতিদিন গড়ে নিহত হন ১৩ দশমিক ৯ জন। অক্টোবর মাসে নিহত হয়েছে ১৪ দশমিক ৭ জন। এহিসেবে অক্টোবর মাসে প্রাণহানি বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ। রোড সেফটি ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে।
বুধবার (১৯ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো একটি প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনাতে নিহত হয়েছেন ১৩৭ জন, যেটি মোট নিহতের ৩১ দশমিক ০৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার এখন ৩৯ দশমিক ৫০ শতাংশ। দুর্ঘটনাতে ৯৮ জন পথচারী নিহত হয়েছে, যেটি মোট নিহতের ২২ দশমিক ২২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন মোট ৬২ জন, অর্থাৎ ১৪ দশমিক ০৫ শতাংশ। এসময়ে ৯টি নৌ-দুর্ঘটনাতে ১১ জন নিহত ও ৪ জন নিখোঁজ আছেন।
ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলেছে, দুর্ঘটনাগুলোর মাঝে ১৬৬টি জাতীয় মহাসড়কে, ১৪৮টি আঞ্চলিক সড়কে, ৮১টি গ্রামীণ সড়কে ও ৮৭টি শহরের সড়কে ও ৪টি অন্যান্য স্থানে সংঘটিত হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
