রাঙামাটিতে টানা ৩৬ ঘণ্টার হরতাল চলমান
পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকে রাঙ্গামাটিতে টানা ৩৬ ঘণ্টার হরতাল চলমান আছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা হতে হরতাল শুরু হয়েছে। হরতালের জন্য বন্ধ আছে সকল ধরনের যান চলাচল ও দোকানপাট। শহরের নানা পয়েন্টে পিকেটিং করছে হরতাল সমর্থনকারীরা।
শহরের একমাত্র আভ্যন্তরীণ যানবাহন অটোরিকশা চলাচল বন্ধ থাকার কারণে কার্যত জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। মানুষ বাধ্য হয়ে পায়ে হেটে নিজ গন্তব্যে যাচ্ছে। জরুরি প্রয়োজনের জন্য বের হওয়া মানুষ ও পরীক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে।
এইদিকে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। শহরের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে পুলিশ মোতায়েন আছে।
সকালে শহরের বনরূপা ও পুরাতন বাস স্টেশন এলাকাতে হরতালের সমর্থনে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
কিন্তু কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
