সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলমান। বৃহস্পতিবার সকাল হতেই মেয়েদের ভোটকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কেন্দ্রের বাইরেও ছিল বেশ লম্বা লাইন।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন, সিরাজী ভবন ও ডিনস কমপ্লেক্স—এই তিনটি কেন্দ্রে মোট ছয়টি হলের মেয়েদের ভোট গ্রহণ চলমান। এই সময় ছাত্রীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। জীবনের প্রথম ভোটটি দিতে অনেকেই আগ্রহ নিয়ে এসেছেন।

ভোট দেওয়ার জন্য লাইনে অপেক্ষমাণ এক শিক্ষার্থী বলেছেন, নির্বাচনের যে আমেজ তিন-চার দিন যাবত আমাদের ক্যাম্পাসে ছিল, সে আমেজ আজও দেখা যাচ্ছে। সবাই ভোটের জন্য লাইন দিয়ে অপেক্ষা করছে। এটিই আমার জীবনের প্রথম ভোট। ক্যাম্পাসের এরূপ আমেজ দেখে খুবই ভালো লাগছে।

সিরাজী ভবন কেন্দ্রে দায়িত্ব থাকা একজন প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, সব কিছু ঠিকঠাকভাবে চলছে। এখন অব্দি কোনো সমস্যাই দেখিনি। সবাই সিরিয়ালি আসছে ও তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আশা করছি শেষ অব্দি এধারা বজায় থাকবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর