রাজধানীর গুরুত্বপূর্ণ সকল স্থানে বিজিবি মোতায়েন
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর নানা গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ (২৫ ডিসেম্বর) সকাল বেলা একটি খুদে বার্তাতে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।
এতে বলা হয়েছে, নিরাপত্তা জোরদারের একটি অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়। কিন্তু কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।
এর পূর্বে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এরপরে দলের শীর্ষ নেতা ও পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
