পুলিশি হেফাজতে থাকা নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লার হোমনাতে পুলিশ হেফাজতে একজন নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ভোর সাড়ে ৫টার দিকে হোমনা থানার একটি কক্ষ হতে ববিতা খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল দুপুর বেলা ববিতা খাতুন পারবারিক কলহের জেরে তার সতিন এবং তার ১০ বছর বয়সী ছেলেকে কুপিয়ে আহত করেছে। এরপরে স্থানীয়রা তাকে গাছের সঙ্গে বেঁধে পুলিশকে খবর দেয়। ববিতার বিরুদ্ধে মামলা দায়ের করার পরে পুলিশ তাকে থানাতে এনে আরো দুই নারী বন্দির সঙ্গে হেফাজতে রাখে।
আজ তাকে আদালতের পাঠানোর কথা থাকলেও ভোর সাড়ে ৫টার দিকে উদ্ধার করা হয়েছে ববিতার ঝুলন্ত মরদেহ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হচ্ছে, আত্মহত্যা করেছে ববিতা। কিন্তু ময়নাতদন্তের পরে আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।
স্বাধীনতার বার্তা / মেবি
