সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে ভারতে অনুপ্রবেশের দায়ে শাকিল আহমেদ (২৪) নামে একজন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের পরে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) সকাল বেলা উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর সীমান্তবর্তী এলাকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলার হীরাপুর সীমান্তপথে গতকাল (৫ জানুয়ারি) ভোর বেলা ভারতে অনুপ্রবেশ করেছেন শাকিল আহমেদ। এই সময় ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফের একটি টহলদল শাকিলকে আটক করেছে।

এই ঘটনা জানাজানি হলে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফ লঙ্কামুড়া ও ফকিরমুড়া বিজিবির মাঝে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে বিএসএফ জওয়ানরা বাংলাদেশি যুবক শাকিলকে বিজিবির নিকট হস্তান্তর করেছেন।

এরপরে আটক যুবককে আখাউড়া থানাতে সোপর্দ করা হয় বলে বিজিবির পক্ষ হতে জানানো হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর