সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে আজ বুধবার সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দল। গতকাল (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং হতে এই তথ্য জানানো হয়।

সাম্প্রতিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

এইদিকে, মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপি নেতাকর্মীদের আলোচনা হয়েছে। তার ঠিক পরই প্রেস উইং হতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জামায়াতের সঙ্গে বৈঠকের কথা জানানো হয়।

প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে বৈঠকে বলেছেন, নির্বাচনের পূর্বে প্রশাসনের যাবতীয় সকল রদবদল তার তত্ত্বাবধানে হবে ও জেলা প্রশাসক পদে যোগ্যতার উপর ভিত্তিতে কর্মকর্তাদের বাছাই করা হবে।

প্রধান উপদেষ্টাকে উল্লেখিত করে তার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, “আমাদের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ থাকা। নির্বাচন হচ্ছে একটি বিশাল আয়োজন। এখানে যে ব্যক্তি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, সে ব্যক্তিকেই আমরা সকলে নির্বাচিত করে নেব। এইটি আমার তত্ত্বাবধানে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা যা করণীয় , আমরা তা সম্পূর্ণটাই করব।”

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর