পুলিশকে ছুরিকাঘাত করলো এক মাদক কারবারি
বগুড়া সদর উপজেলাতে মাদক কারবারের সময় হাতেনাতে আটক একজন মাদককারবারি একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থাতে ওই পুলিশ সদস্যকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়াতে এই ঘটনা ঘটেছে।
আহত পুলিশ কর্মকর্তার নাম হচ্ছে বাবর আলী। তিনি শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) হিসেবে কর্মরত আছেন বলে জানা যায়।
বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এটিএসআই বাবর আলী একজন কনস্টেবলকে সাথে নিয়ে রহমাননগর জিলাদারপাড়াতে যান। সেখানে ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামের একজন মাদক কারবারিকে আটক করে তারা। কিছুক্ষণ পরে রিয়াদ হঠাৎ বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।
আহত বাবর আলীকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়ে পরিদর্শক ফরহাদ হোসেন বলেছেন, পালিয়ে যাওয়া রিয়াদকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
