পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ফেনসিডিল জব্দ
পঞ্চগড় সীমান্ত এলাকাতে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত রবিবার (২১ ডিসেম্বর) রাতের বেলা আনুমানিক ১২টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধীন ঘাগড়া বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করেছে।
সীমান্ত পিলার ৭৫৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানার ৭ নম্বর হারিভাসা ইউনিয়নের ব্রমতল এলাকাতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থাতে এইসব ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত ফেনসিডিলের পরিমাণ মোট ২৯ বোতল ও এর সিজার মূল্য হচ্ছে ১১ হাজার ৬০০ টাকা।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সদর দফতর বিজিবির নির্দেশনা অনুসারে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ সব রকম চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিত করে ও ভবিষ্যতেও এই রকমের অভিযান জোরদারভাবে চলমান থাকবে।
স্বাধীনতার বার্তা / মেবি
