সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাগেরহাটের মোংলাতে পশুর নদীতে দ্রুতগামী বোটের স্রোতের তোড়ে জালি বোট উল্টে নিখোঁজের দুই দিন পরে আমেরিকান প্রবাসী পাইলট রিয়ানার লাশ উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলা সাইলো জেটি সংলগ্ন এলাকাতে তার লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানায়, গত শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের জন্য জালি বোট যোগে যাত্রা শুরু করে। পরে বোটটি দুপুর ১টার দিকে সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকাতে পৌঁছালে তীব্র ঢেউয়ের তোড়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তাতে ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ওই বোটে থাকা জনৈক এক ব্যক্তি এই বিষয়টি কোস্ট গার্ডকে জানান। লাশ উদ্ধার করার পরে চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর