সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফোনটি বৈধ নাকি অবৈধ ?

একটি স্মার্টফোন কেনার আগে কি কখনও আপনার মনে প্রশ্ন জেগেছে ?, নতুন হোক বা পুরোনো, আজকাল বাজার ছেয়ে গেছে চোরাই পথে আসা কিংবা নকল আইএমইআই (IMEI) যুক্ত মোবাইল ফোনে। এসব ফোন যেমন আপনার জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করে, তেমনি দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

তবে আগে সমস্যা না হলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন নেয়া পদক্ষেপে বিপদে পড়তে পারেন আপনিও।কিন্তু দুশ্চিন্তার কিছু নেই! বিটিআরসি এখন সহজেই আপনার ব্যবহৃত বা নতুন কেনা ফোনটির বৈধতা যাচাই করার সুযোগ এনেছে। শুধু একটি এসএমএস বা অনলাইন চেক করে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ফোনটি অফিশিয়াল ডেটাবেজে নিবন্ধিত আছে কি না। চলুন জেনে নিন যাচাই করার সম্পূর্ণ প্রক্রিয়া।

এসএমএসের মাধ্যমে যাচাই পদ্ধতি

ধাপ-: প্রথমে মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করুন। স্ক্রিনে দেখা যাবে ফোনের আইএমইআই নম্বর।ধাপ-২: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ-: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেট-এর ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বরটি লিখে প্রেরণ করুন।

ধাপ-: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।অবৈধ ফোন ব্যবহার করলে কী হবে

বিটিআরসি জানিয়েছে, অনুমোদিত নয় এমন ফোনে মোবাইল সিম কাজ করবে না। ফলে কল, এসএমএস বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না। পাশাপাশি এসব ডিভাইস নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে।

গ্রাহকদের পরামর্শ

বিটিআরসি পরামর্শ দিয়েছে, নতুন বা পুরোনো ফোন কেনার আগে অবশ্যই আইএমইআই যাচাই করে নিতে। বিশেষ করে অনলাইন বা বিদেশ থেকে আনা ফোন কেনার সময় ফোনের বাক্স ও ডিভাইসের আইএমইআই মিলিয়ে দেখা জরুরি।

স্বাধীনতার বার্তা/ ইম

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর