নিয়ন্ত্রণে এলো পিজি হাসপাতালের আগুন
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালের (পিজি হাসপাতাল) ব্লক-এর চারতলাতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এখন পর্যন্ত হতাহতের কোনো রকম তথ্য পাওয়া যায়নি।
আজ বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর হতে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেছেন, সকাল ১১টা ১৪ মিনিটে পিজি হাসপাতালের ব্লক-এর চারতলাতে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপরে ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কোনো রকম হতাহত কিংবা আটকে পরা ভিকটিমের খবর এখনো পাওয়া যায়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
