সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাতে অংশ নেওয়ার জন্য লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় এসে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর। সেখান হতে হাদিকে দেখতে চলে যান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দলটির সামজিক মাধ্যম ফেসবুক পোস্টে এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দেখা গেছে, শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে মর্গে প্রবেশ করেন তিনি। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইনসহ আরো অনেকে। এরপরে ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেন,  শহীদ ওসমান হাদির জানাজাতে শরিক হওয়ার জন্য লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকাল বেলা ঢাকায় এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। বিমানবন্দর হতেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার উদ্দেশ্যে। তার পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে; তবে এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এ পরিবারকে ও দেশবাসী সকলকে সবরে জামিল দান করুন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর