সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মাহদী হাসান হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বেলা শায়েস্তাগঞ্জ থানা হতে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সাথে বাগবিতণ্ডাতে জড়িয়ে এ হুমকি দেন মাহাদী হাসান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে।

৪৬ সেকেন্ডের এই ভিডিওর একপর্যায়ে তাকে বলতে শোনা গেছে, ‘আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করেছে। এটি আমরা আমরাই ফর্ম করেছি। ওই জায়গা হতে আপনারা হচ্ছেন আমাদের প্রশাসনের লোক। প্রথমে আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনি আমাদের সঙ্গে বার্গেনিং করতেছেন ও বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে?’

এই সময় পাশ হতে কেউ মাহদী হাসানকে ‘ভাই’ সম্বোধন করে থামাতে চাইলেও তিনি বলেছেন, ‘১৭জন ভাই আমি এখনো পর্যন্ত জানিনা কাদের কি পরিচয়। আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে ও হবিগঞ্জে মোস্ট, যেখানে সব চাইতে বেশি ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মধ্যে একটা। বানিয়াগঞ্জ থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এমনকি এসআই সন্তোষকেও কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর