অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার হবে জানালেন পরিবেশ উপদেষ্টা
আগামী ৭ জানুয়ারি শহিদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী সরকারের সময়ের মাঝেই এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাতের বেলা শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে এ কথা বলেছেন তিনি।
তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার হাদির খুনি ও তাদের পিছনে থাকা সকল ব্যক্তিদের চিহ্নিত করার জন্য কাজ করছে। চার্জশিট নির্ভুল ও নিখুঁতভাবে দেওয়ার জন্য কাজ চলছে। যাতে করে কোথাও কোনো রকম ফাঁকফোকর না থাকে। আমাদের মনে রাখতে হবে আমরা একটি শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছি। যার ফলে এরূপ তথ্য বলা যাবে না যেটি শত্রুকে শক্তিশালী করে।
পরিবেশ উপদেষ্টা আরো বলেছেন, হাদির হত্যাকারীরা যদি দেশের বাহিরে গিয়ে থাকে তাহলে তাদের ফিরিয়ে আনার জন্য কূটনীতিক চ্যানেলে ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে। ভারতে যদি তাদের খুঁজে পাওয়া যায় তাহলে দেশটি আমাদের সহায়তা করবে বলে জানিয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না। ডিবি পুলিশ সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত জানাবে বলে জানানো হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
