অবশেষে ঢাকায় তারেক রহমান
ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এইদিন সকাল ১১টার পরেই ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
এর পূর্বে, আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজে ২০২ বিমানটি। এরপরে একঘণ্টা যাত্রাবিরতি দেওয়া হয়। যাত্রাবিরতির শেষে বিমানটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।
এইদিকে, আজ সকাল বেলা দেশের আকাশসীমাতে প্রবেশের পরে তারেক রহমান সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পরে বাংলাদেশের আকাশে।
এইদিকে তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখার জন্য ও রাজকীয় সংবর্ধনা দেওয়ার জন্য রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকাতে তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ।
স্বাধীনতার বার্তা / মেবি
