অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
নরসিংদীর মনোহরদী উপজেলাতে অনুমোদনহীন দুইটি ইটভাটা ভেঙে দিলো ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর বেলা উপজেলার আকানগর গ্রামের একেএফ ব্রিকস ও চুলা গ্রামের মা ব্রিকসে এ অভিযান চালানো হয়েছে।
জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. বদরুল হুদা বলেছেন , অভিযানে মা ব্রিকসের মালিককে দেড় লাখ টাকা ও একেএফ ব্রিকসের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও সংশ্লিষ্ট অনুমোদন ছাড়া এ দুটি ইটভাটা ইট উৎপাদন করে আসছিল বেশ অনেকদিন ধরে। এস্কেভেটর দিয়ে ভাটাগুলোর গোল চিমনি, ইট পোড়ানোর গোল প্রাচীর ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি বৈধ অনুমোদন ছাড়া ভাটা চালানো যাবে না এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময় মালিকরা ভবিষ্যতে ভাটা পরিচালনা না করার জন্য মুচলেকা দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক মো. সজিব মিয়া বলেছেন, মনোহরদীতে যেই সব ইটভাটা প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত পরিচালিত হচ্ছে, সে সবগুলো অবৈধ হিসেবে গণ্য করা হবে। পরিবেশরক্ষা ও আইন প্রয়োগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ রকমের অভিযান চলমান থাকবে।
স্বাধীনতার বার্তা / মেবি
