সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নরসিংদীর রায়পুরা উপজেলাতে প্রাণতোষ কর্মকার নামের এক জুয়েলারী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটেছে।

নিহত প্রাণতোষ কর্মকার (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে বলে জানা যায়।

নিহতের স্বজনরা বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত লেনদেনের কথা বলে তাকে বাড়ি হতে বের হতে বলে। এই সময় পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা বাড়ির বাহিরে গিয়ে কথা বলতে না বলেন। একপর্যায়ে নানা কৌশলে তাকে প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে হত্যা করে তারা। এরপরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেছেন, তদন্তের পরে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত সকলের সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর