সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নওগাঁর মান্দাতে বাস-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় পালশ আলী নামের এক কারারক্ষী নিহত হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকাতে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন বলে জানাযায়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এই সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী হতে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটেছে। এতে করে পলাশ আলীর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছে।

মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সন্যাল বলেছেন, বাস চাপায় ঘটনাস্থলেই ওই কারারক্ষী নিহত হয়। কারা কর্তৃপক্ষকে এই বিষয়টি জানানো হয়। তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে। ঘাতক ওই বাসটিকে শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর