জনপ্রিয় বক্তা নজরুল ইসলাম কাসেমী স্ট্রোক করেছেন
দেশের বিশিষ্ট ওয়ায়েজ, বরেণ্য আলেমে দ্বীন মুফতি নজরুল ইসলাম কাসেমী স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে স্ট্রোক করলে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হসপিটাল) ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।
রাজধানীর নুরবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মাসউদুর রহমান স্বাধীনতার বার্তাকে জানান, মুফতি নজরুল ইসলাম কাসেমীর হার্টে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে। তিনি ডাক্তারদের নিবিড় পরিচর্যায় রয়েছেন। আগামী বেশকিছু দিন তিনি সম্পূর্ণ বিশ্রামে থাকার জন্য চিকিৎসকগণ পরামর্শ দিয়েছেন।
মুফতি নজরুল ইসলাম কাসেমীর পরিবার, বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়েছে। তার এসময়ের প্রোগ্রামগুলোও করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।
