সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সিআইডি ও অ্যাম্বার এলার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে নিখোঁজ হওয়া শিশুদের দ্রুত উদ্ধার করার জন্য চালু করা হয়েছে মুন অ্যালার্ট ও টোল ফ্রি হেল্পলাইন ১৩২১৯। 

আজ (১৩ জানুয়ারি) সকাল বেলা মালিবাগ সিআইডি সদর দফতরে এইটি উদ্বোধন করা হয়েছে।

এই সময় সিআইডি প্রধান বলেছেন, কোনো বাচ্চা যদি হারিয়ে যায় তাহলে এই অ্যালার্টের দ্বারা হারানো শিশু বাচ্চার সকল তথ্য পুলিশ স্টেশন, ফেসবুক, টুইটার, এটিএম বুথ, মেট্রোরেলসহ সকল জায়গাতে দ্রুত ছড়িয়ে দেওয়া হবে। 

সিআইডি প্রধান বলেছেন, প্রথম তিন ঘণ্টার মাঝেই খুঁজে বের করার জন্য কাজ করবে তারা। এই সময় শিশু অপরাধ দমনে কার্যকর উদ্যোগের কথা জানিয়েছেন সিআইডি প্রধান।  তিনি বলেছেন, কারো মোবাইলে কোনো বাচ্চার সেক্সুয়াল ছবি তুললেই, সেটারও অ্যালার্ট চলে যাবে সিআইডির হাতে। এই সময় সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করার কথা বলেছেন তিনি। 

পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও অপরাধ নিয়ন্ত্রণে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন সিআইডি প্রধান। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর