সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বে একজন ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ডের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একজন ব্যক্তি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ সাতটি সিম ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘অনেক সময় দেখা গেছে, একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য একজন ব্যবহার করে অপরাধমূলক কাজ করে। এতে করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে। এ কারণে ব্যক্তিপ্রতি সিমকার্ড ব্যবহারের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে করে জাতীয় নির্বাচনের পূর্বে যেন একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম নিজের এনআইডি দিয়ে ব্যবহার করতে পারেন।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর