সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মাদারীপুরে শ্বশুরবাড়ি হতে দীপ্তি মণ্ডল (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ নভেম্বর) বিকালের দিকে শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মণ্ডল বাড়ি হতে এই লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দীপ্তি মণ্ডল এই বাড়ির তাপস মণ্ডলের স্ত্রী ছিলেন। তাপস মণ্ডল মাদারীপুর আদালতে মুহুরি হিসেবে কর্মরত একজন ব্যক্তি। তিনি নিতাই মণ্ডলের ছেলে বলে জানা যায়।

এইদিকে নিহতের পরিবার অভিযোগ করে যে, বিয়ের পরে হতে দীপ্তিকে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা শারীরিক ও মানসিকভাবে নানা নির্যাতন করে আসছিলেন। শনিবার নির্যাতনের পরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ দীপ্তির পরিবারের। খবর পাওয়ার পরেই মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এইটি আত্মহত্যা না হত্যাকাণ্ড সেটি নিশ্চিত হতে তদন্ত চলমান আছে। নিহতের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর