সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকাতে একটি কারখানায় গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে ওই কারখানার ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানা যায়।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এম, এস ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার নিচতলার বয়লার রুমে এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণের সময় তারা সকলেই বয়লার রুমে কাজ করছিলেন। হঠাৎ গ্যাস লাইনে বিকট শব্দে বিস্ফোরণের পরের মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তাদের সকলের শরীর ঝলসে যায়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন সহকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেছেন, ‘দগ্ধ ছয়জনকেই হাসাপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই বেশ আশঙ্কাজনক।’

কিন্ত কার শরীরের কত শতাংশ পুড়েছে সেটা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই চিকিৎসক।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর