সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

হত্যা মামলার প্রধান আসামি বিমানবন্দর থেকে গ্রেফতার।

লক্ষ্মীপুরের রায়পুরে হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে (২৪ অক্টোবর) চট্রগ্রাম বিমানবন্দর টার্মিনাল থেকে গ্রেফতার করে তাকে রায়পুর থানায় নিয়ে আসা হয়েছে। এই মামলায় তিনজন কারাগারে, চারজন উচ্চ আদালত থেকে জামিনে ও দুইজন পলাতক।

অভিযুক্ত জোবায়ের হোসেন রায়পুরের চরআবাবিল ইউপির উদমারা গ্রামের নিহত দিনমজুর জাহাঙ্গির হোসেন হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং দলের প্রধান। এবং জোবায়ের হোসেন উদমারা গ্রামের আবদুর রহিমের ছেলে। সে শুক্রবার রাতের ফ্লাইটে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মো. জামাল হোসেন জানান, ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উদমারা গ্রামে এলাহি বক্স পাটওয়ারি বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের স্ত্রী রাজিয়া বেগমের ছেলেকে ঢিল মারার প্রতিবাদ করাকে কেন্দ্র করে কিশোর গ্যাং প্রধান জুবায়ের হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বসতঘরে হামলার চালায়। এ সময় ধারালো অস্ত্র দ্বারা জাহাঙ্গিরসহ তার পরিবারের চারজনকে কুপিয়ে জখম করা হয়। তিনজনের অবস্থার অবনতি ঘটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গির চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর