সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন বিল সাবমিটের জন্য একটি নতুন লিংক দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামীকাল অর্থাৎ সোমবার অব্দি এই লিংকে প্রবেশ করে বেতন-ভাতার বিল জমা দেয়া যাবে।

রবিবার মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একজন প্রোগ্রামার এই তথ্য জানিয়েছেন।

এই প্রোগ্রামার বলেছেন, কারিগরি উন্নয়নের কারণে ইএমআইএস সেলের সার্ভার সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। কিন্ত ইএফটিতে বেতন বিল সাবমিটের জন্য একটি নতুন লিংক দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে পূর্বের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন।

এই প্রোগামার জানিয়েছেন, সার্ভার সচল করতে কাজ চলমান আছে। আগামীকাল সোমবার নাগাদ মূল সার্ভার সচল হতে পারে বলে জানানো হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর