সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকাতে বিএসএফের গুলিতে শুকুরাম উরাং (২৫) নামের এক যুবক নিহত হয়। নিহত যুবক কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের পুত্র বলে জানা যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুকুরাম উরাং গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর বেলা সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। তার কিছুক্ষণ পরে দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে।

এরপরে সে কিছু দূর দৌড়ে এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে গেলে স্থানীয় সকলে তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, বিএসএফের গুলিতে যুবকটি হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরণ করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিএসএফের গুলিতে নিহতের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শুকুরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরাতাহাল শেষে ময়না তদন্তের উদ্দেশ্যে মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর