সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজধানীর মৌচাক ফ্লাইওভারের উপর সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে করে দু'জন নিহত হয়েছে।

আজ (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ সংলগ্ন মৌচাক উড়ালসড়কে এ ঘটনা ঘটেছে। 

এই ঘটনায় নিহতরা হলেন অটোরিকশার চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক। নিহত ইয়াসিন ঢাকার বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় জানা যায়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সুশান্ত কুমার জানিয়েছেন, ইয়াসিন ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে মালিবাগ হইতে মুগদার দিকে যাচ্ছিলেন। মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে রামপুরাগামী একটি সিএনজির সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

দুর্ঘটনার পরে ঘটনাস্থল হতে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। ভোর ৬টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন।

মোটরসাইকেল আরোহী অপরজনের অবস্থাও বেশ গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর