মোংলাতে রেজা কমপ্লেক্সের আগুন এখন নিয়ন্ত্রণে
মোংলা বন্দরের দিগরাজ বাজার সংলগ্ন রেজা কমপ্লেক্স মার্কেটের তৃতীয় তলাতে একটি শোরুমে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর নৌবাহিনীর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ছুটে আসেন নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যরা। আধা ঘণ্টার প্রচেষ্টার ফলে বড় ধরনের দুর্ঘটনার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
নৌবাহিনী ও স্থানীয়রা জানিয়েছে, সোমবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে মোংলা উপজেলাধীন দিগরাজ বাজার সংলগ্ন রেজা কমপ্লেক্স মার্কেটের তৃতীয় তলাতে নানা রকমের প্যাকেট সামগ্রীর কাগজের কার্টুন আগুন লেগে ধোঁয়া সৃষ্টি হলে মোংলা নৌবাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা খবর পাওয়ার পর তাৎক্ষণিক সংশ্লিষ্ট দোকান মালিকদের এই বিষয়টি অবগত করেন ও স্থানীয় ফায়ার সার্ভিসকে অবগত করার দ্বারা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, এই স্থানে আগুন লাগার পূর্বে কোনো ব্যক্তি ধূমপান করে সিগারেটের অবশিষ্ট অংশ না নিভিয়ে চলে যায়। পরবর্তীতে সিগারেটের অংশ হতে কাগজের কার্টনে আগুন লেগে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর স্থানীয় দোকানদার ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যদের আন্তরিক প্রচেষ্টাতে আগুন লাগার স্থানে পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
