মোংলাতে পশুর নদী হতে এক ব্যক্তির লাশ উদ্ধার
মোংলার পশুর নদী হতে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য জনগণের সহায়তা কামনা করা হচ্ছে।
মোংলা নৌ-পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ৯টায় মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেওলাবুনিয়া গ্রামস্থ পশুর নদী হতে এই লাশটি উদ্ধার করা হয়েছে। মোংলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) সুফল কুমার এই লাশটি উদ্ধার করেছেন।
এই বিষয়ে মোংলা থানার তদন্তকারী ওসি মানিক চন্দ্র গাইন বলেন, লাশ উদ্ধার করার পর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অজ্ঞাতনামা লাশের সুরতহাল প্রস্তুতের পরে ময়নাতদন্তের উদ্দেশ্যে সদর হাসপাতাল, বাগেরহাটে পাঠানো হবে।
মোংলা থানা কর্তৃপক্ষ ও নৌ-পুলিশ যৌথভাবে এ মৃত ব্যক্তি সম্পর্কে কারও নিকট কোনো রকম তথ্য থাকলে থানাতে এসে যোগাযোগের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
