মুসলিম জাগরণের পথিকৃত মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী
আজ ২৬ নভেম্বর বুধবার। উপ-মহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মুসলিম জাগরণের অন্যতম পথিকৃত ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
মরহুম মোহন মিয়া জমিদার পরিবারে জন্মগ্রহন করেও সাধারণ মানুষের কাতারে সারাজীবন রাজনীতি করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। নিজে জমিদার হয়েও জমিদারী প্রথা বিলুপ্তির আন্দোলনে শরীক, স্কুল, মাদ্রাসা, মেয়েদের শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা, স্টুডেন্টস হোম, দাতব্য চিকিৎসালয় এবং কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করার লক্ষে বায়তুল আমান ভোকেটশনাল প্রজেক্ট স্থাপন করে স্মরণীয় হয়ে রয়েছেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোহন মিয়া স্মৃতি সংসদ, ফরিদপুর ও তার পরিবারের পক্ষ থেকে ময়েজ মঞ্জিল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হবে। ফরিদপুর মুসলিম মিশনে আজ বুধবার বাদ ফজর কুরআন-এ পাক ও কলেমা শরীফের খতম ও দোয়া মাহ্ফিল এবং এছাড়া কানাইপুরের বিভিন্ন মসজিদ ও জুট ফাইবার্সে মিলাদ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়েছে।
